¡Sorpréndeme!

Dholaghat News: সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে রাখা বিপুল বাজির সম্ভার! | ABP Ananda LIVE

2025-04-02 0 Dailymotion

ABP Ananda LIVE: সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে রাখা বিপুল বাজির সম্ভার! দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে । পুলিশ সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল বণিক পরিবার । অর্ডারমতো সেই সব বাজি তৈরির কাজও শেষ হয়েছিল । পুলিশ সূত্রে খবর, বাড়ির চারটি ঘরের তিনটিতেই তৈরি হয়ে যাওয়া বাজি মজুত করা হয়েছিল । এমনকি তার মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল । বাড়ির অদূরেই রয়েছে ১০ ফুট বাই ১২ ফুটের কারখানা । জায়গা না কুলনোয়, অর্ডারের বিপুল বাজি ঘরের ভিতরে মজুত করেছিল বণিক পরিবার, খবর পুলিশসূত্রে । উঠছে নজরদারি নিয়ে প্রশ্ন, পুলিশের নাকের ডগায় এই কারবার রমরমিয়ে চলল কী করে! এলাকায় একটা বাড়ির ভিতরে অসচেতনভাবে এত বাজি মজুত হল, কেউ টের পেল না?